নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে দারুসসালাম এলাকায় অজ্ঞাতপরিচয় (২৮) এক পথচারী বেপরোয়া গতির এক ট্রাকচাপায় নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দারুসসালাম বড়বাজার মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রাতে দারুসসালাম বড়বাজার মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বেপরোয়া গতির ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, পুলিশ ট্রাকের চাপায় নিহত পথচারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি ধরার এবং নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

