১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

টেকনাফে ১০ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

আজ রোববার ভোররাতে উপজেলার নাজিরপাড়া রহমান প্রজেক্ট সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটিতে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির সদস্যরা অভিযানে নামেন। এসময় উক্ত এলাকার রহমান প্রজেক্ট এলাকা দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। ১০/১২ জনের একটি দলকে বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করলে পাচারকারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে এতে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ২০ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

প্রকাশ :আগস্ট ১২, ২০১৮ ১:০৬ অপরাহ্ণ