২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১৭

জাবালে নূরের ৬টি বাস আটক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক রুট পারমিট বাতিল করার পরও রাস্তায় চলাচলের অভিযোগে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১ ও ৪।

আজ শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই বাসগুলোকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান।

এএসপি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব-১ ও র‌্যাব-৪ এর সদস্যরা জাবালে নূর পরিবহনের ৬টি বাস আটক করেছেন। রুট পারমিট বাতিল স্বত্ত্বেও পরিবহন পরিচালনার অভিযোগে বাসগুলোকে আটক করা হয়।

২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়ক সংলগ্ন কুর্মিটোলায় জাবালে নূর কোম্পানির দুই বাসের পাল্লাপাল্লিতে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জড়িত দুই বাসের রুট পারমিট বাতিল করে বিআরটিএ।

প্রকাশ :আগস্ট ১১, ২০১৮ ২:২১ অপরাহ্ণ