১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৫

৪২ কেজি রুপার গহনা উদ্ধার

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে বিজিবি অভিযান চালিয়ে ৪২ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা জব্দ করেছে।

শনিবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় উক্ত রুপার গহনা গুলো উদ্ধার করা হয়। তবে এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত রুপার গহনার আনুমানিক মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে একদল চোরাকারবারী রুপার একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে কালিয়ানি সীমান্তে বিজিবি’র সদস্যরা অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রুপার গহনা গুলো সীমান্তের একটি খালে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে।

প্রকাশ :আগস্ট ১১, ২০১৮ ১:৫১ অপরাহ্ণ