১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

১০৭ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবল ভারত

ক্রীড়া ডেস্ক:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পর বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানেই অলআউট হয়ে গেল ভারত। এদিন মাত্র ৩৫.২ ওভার ব্যাট করতে পারেন ভারতের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ২৯ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক বিরাট কোহলির (২৩)। মাত্র পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেন। ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট নেন।

প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য মাঠেই গড়ায়নি। এরপর শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সকাল এগারোটায় খেলা শুরু হবে বলে জানান আম্পায়াররা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়। বাঁ হাতি ওপেনার শেখর ধাওয়ানের বদলে পূজারা এবং উমেশ যাদবের বদলে কুলদীপ যাদব দলে আসেন।

দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই ফিরে যান মুরালী বিজয় (০)। সপ্তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান অপর ওপেনার লোকেশ রাহুল (৮)। দুটি উইকেটই নেন অ্যান্ডারসন। তিন নম্বরে নামা চেতশ্বর পূজারা (১) দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। ১৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর অজিঙ্কা রাহানেকে (১৮) নিয়ে লড়াই চালাচ্ছিলেন বিরাট। কিন্তু তিনিও ক্রিস ওকসের বলে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। দীনেশ কার্তিককে (১) ফেরান স্যাম কুরান। কুলদীপ রান করতে পারেননি। ইশান্ত শর্মাও শূন্য রানে ফিরে যান। মোহাম্মদ শামি ৩ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে অপরাজিত থাকেন।

এদিন কোহলি ব্যাট করতে নেমে দুবল খেলার পরেই বৃষ্টি নামে। বন্ধ হয়ে যায় খেলা। দুঘণ্টারও বেশি সময় পরে শুরু হয়ে খেলা। নবম ওভারের তৃতীয় বলে বিরাটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান পূজারা। এরপরেই ফের বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। ফের খেলা শুরু হওয়ার পর লড়াই শুরু করেন বিরাট ও রাহানে। এই জুটির হাত ধরে ঘুরে দাঁড়ানোর আশায় ছিল ভারত।

কিন্তু বিরাট ফিরে যাওয়ার পরেই ব্যাকফুটে চলে যায় ভারতীয় দল। পাণ্ডিয়া একদিনের ম্যাচের মেজাজে ব্যাটিং শুরু করে দ্রুত ফিরে যান। কার্তিক ফের ব্যর্থ হন। অশ্বিন কিছুটা লড়াই করেন। সব মিলে ১০৭ রানের লজ্জা পেতে হল ভারতকে।

প্রকাশ :আগস্ট ১১, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ