ডেস্ক রিপোর্ট:
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে অাটক পড়েছে অাড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক। তবে যাত্রীবাহী পরিবহন পারাপার স্বাভাবিক রয়েছে।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে দৌলতদিয়া বিঅাইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া। এ রুট দিয়ে ফেরিতে প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন পারাপার হয়। বর্ষা মৌসুমের শুরুতেই নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা দেয় তীব্র স্রোত। যার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে এখন নদী পার হতে ফেরি গুলোর সময় লাগছে প্রায় দ্বিগুন। এছাড়া এ রুটের ফেরিগুলো অনেক পুরাতন হওয়ায় স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারছে না। ফলে প্রতিনিয়তই দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় থাকছে যানবাহন।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল অামিন জানান, নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারাপারে সময় লাগছে অাগের তুলনায় প্রায় দ্বিগুন। দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে প্রায় ২শ পণ্যবাহী ট্রাক। বর্তমানে এ রুটে ১৪-১৫টি ফেরি চলাচল করছে।