ডেস্ক রিপোর্ট:
মাগুরা
মাগুরার মহম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি গুলির খোসা এবং ৪টি রামদা উদ্ধার করেছে।
পুলিশের দাবি, নিহত বাশার ডাকাত দলের সদস্য। তার নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে। সে মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় দু’দল ডাকাত ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় বাশার বিশ্বাসকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নিহত ডাকাত বাশারের নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।
চট্টগ্রাম
চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. নাসির প্রকাশ মামুন (৩৫) নামে একজন নিহত হয়েছে। আজ ভোররাতে আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দুই পু্লিশ সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশের। আহতরা হলেন- আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক পলাশ মজুমদার ও কনস্টেবল আশিকুর রহমান।
নিহত মো. নাসির প্রকাশ মামুন আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকার হাজী কালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আনোয়ারা থানা, কক্সবাজার থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী, বাকলিয়া, খুলশীসহ বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘আনোয়ারার দুধকুমড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. নাসির প্রকাশ মামুন নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’