১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

ভারতে সরকারি স্কুলে ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ 

আন্তর্জাতিক ডেস্ক:
ফের ভারতের দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটল। দিল্লির এক সরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ সেই স্কুলেরই বৈদ্যুতিক মিস্ত্রিকে গ্রেফতার করেছে।

জানা গেছে, শিশুটির বড় বোনও সেই একই স্কুলে পড়ে। এই ঘটনা জানার পর ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এবং স্কুলের বাইরে বিক্ষোভ দেখান তারা।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার অভিযুক্ত সেই শিশুটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় স্কুল চত্ত্বরের পানির পাম্পের কাছে এবং সেখানে সে শিশুটিকে ধর্ষণ করে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় শিশুটি তার পরিবারকে গোটা ঘটনাটি জানায়। শিশুটি অভিযুক্তকে অনেকের মাঝেও সনাক্ত করতে পারে। পুলিশ এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শিশুটির পরিবার স্কুল সংলগ্ন বস্তিতে বাস করেন। অন্যদিকে, ৩৭ বছরের সেই মিস্ত্রি একমাস হয়েছে স্কুলে কাজ করছে। সরকারি স্কুলের স্থায়ী মিস্ত্রি সে।

প্রকাশ :আগস্ট ১০, ২০১৮ ৬:১৩ অপরাহ্ণ