১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

সাভারে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সাভার থেকে মাছ ভর্তি ট্রাক নিয়ে গাবতলী যাচ্ছিলেন আশরাফ। ট্রাকটি ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা ড্রাম-ভর্তি আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাছ ভর্তি ট্রাকের চালক আশরাফ গাজী মারা যান। আহত হন অন্তত পাঁচজন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে ফেলে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রকাশ :আগস্ট ১০, ২০১৮ ৪:৩৯ অপরাহ্ণ