নিজস্ব প্রতিবেদক:
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু সারা জীবন মহৎ দেখিয়েছেন, শেখ হাসিনা মহৎ দেখিয়েছেন। যারা মহৎ তারা মহৎ দেখায়, আর ষড়যন্ত্রকারীরা তারা এর সুযোগ নিয়ে ষড়যন্ত্র করে। এটা বঙ্গবন্ধুর সময় হয়েছে, ৭৫-এ হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে, এখনো হচ্ছে।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে ‘ষড়যন্ত্র যুগে যুগে’ এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনা ও শেখ রেহেনা ড. কামাল হোসেনকে মোস্তাক সরকারকে স্বীকৃতি না দেওয়ার অনুরোধ করেছিলো। কিন্তু তিনি বললেন সে এটা (অস্বীকৃতি) করতে পারবে না। দেশে যারা লুটপাট করেছে ড. কামাল আজ তাদের সঙ্গ দিচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব অধ্যাপক ড. শামসুল আলম, কলামিস্ট অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস প্রমুখ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

