বিনোদন ডেস্ক:
একসময়ে সালমান খানের সহঅভিনেত্রীর ভূমিকায় থাকা পূজা দাদওয়াল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বলিউডের ভাইজানের কারণেই তিনি সুস্থ হয়ে উঠেছেন।
১৯৯৫ সালে বলিউডে মুক্তি পেয়েছিলো ‘ভীরগতি’। সুপারহিট ছিলো সেই ছবি। সেখানে তৎকালীন তরুণ প্রজন্মের নায়ক সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন পূজা দাদওয়াল নামের এক অভিনেত্রী। এরপর ‘আশিকী’, ‘হিন্দুস্তান’, ‘সিঁদুর কী সুগন্ধ’, ‘ম্যাডাম নাম্বার ওয়ান’, ‘কুচ করো না’ ইত্যাদি ছবিতে কাজ করেছিলেন।
বলিউডের নায়িকা হিসেবে জৌলুসময় জীবন হবার কথা ছিলো। তার সমসাময়িক নায়িকাদের জীবন তাই বলে। তার নায়ক সালমান খানও আজ বলিউডের সুপারস্টার, প্রভাবশালী একজন অভিনেতা ও প্রযোজক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জীবন পূজাকে মুখোমুখি করেছে অভাব, অনটন আর দৈনতার। আজ তাকে সংগ্রাম করতে হচ্ছে দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে। এক কাপ চা খাওয়ার পয়সাও তার কাছে নেই। লড়াই করছেন যক্ষ্মা ও ফুসফুস সংক্রান্ত রোগের সঙ্গে।
ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পূজা। তিনি ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম প্রথম তিনি খুবই ভেঙে পড়েছিলেন। শ্বাসযন্ত্র ক্রমেই বিকল হয়ে পড়েছিল তার। তিনি অসুস্থ হতেই স্বামীও তাকে ছেড়ে চলে যায়। পূজার মধ্যে তখন ধারণা জন্ম নিচ্ছিল যে, তিনি আর বাঁচবেন না। কিন্তু শেষ পর্যন্ত লড়াই শুরু করেন তিনি। অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পূজা। আর সুস্থ হতে তাকে সাহায্য করেছিলেন সালমান খান।
এদিকে সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূজা। তিনি জানিয়েছেন, তার পোশাক, খাওয়াদাওয়া সবই বন্দোবস্ত করেছিল সালমানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিইয়িং হিউম্যান’।
শুধু সালমান নন, ভোজপুরী অভিনেতা রবি কিষেণও তাকে সাহায্য করেছিলেন বলে জানান পূজা।
তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও আরও এক মাস পূজাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে।