১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮
মুমিনুল হক ১৮২ (১৩৩) - ছবি: সংগৃহীত

মুমিনুলের রেকর্ডে বাংলাদেশের জয়

ক্রীড়া ডেস্ক:

অধিনায়ক মুমিনুল হকের বড় স্কোরে ভর করে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

মুমিনুল হকের ১৮২ রানের ইনিংসে চড়ে ৩৮৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩০১ রান তুলতেই গুটিয়ে যায় আইরিশ ‘এ’ দল। ফলে ৮৫ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

বুধবার দিবাগত রাতে শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করে সফরকারী বাংলাদেশ। ডাবলিনে দলীয় ৬ রানের মাথায় ওপেনার মিজানুর রহমান আউট হয়ে গেলে, আরেক ওপেনার জাকির হোসেনকে নিয়ে ২১০ রানের জুটি গড়েন মুমিনুল। জাকির ৭৯ রানে আউট হন। নির্ধারিত ৫০ ওভারে ৩৮৬ রান তোলার পথে অপরাজিত ইনিংস খেলেছেন সেঞ্চুরিয়ান মুমিনুল।

তার খেলা ১৮২ রানের ইনিংসে ছিল ২৭টি চার ও ৩টি ছক্কা। বল মোকাবেলা করেছেন ১৩৩টি। অন্যদিকে দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও ঝড় তুলেছেন। ৫১ বল খেলে রান পেয়েছেন ৮৭। শেষ পর্যন্ত অধিনায়ক মুমিনুলের সঙ্গে ব্যক্তিগত ২ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন।

জবাবে ৪৬.১ ওভার পর্যন্ত ব্যাট করতে পেরেছে আয়ারল্যান্ড। লেগস্পিনার ফজলে মাহমুদের সঙ্গে পেসার খালেদ আহমেদ ও শরিফুলের ইসলামের যৌথ আক্রমণে অনেক জোরাজুরি করেও ৩০১ রানের বেশি তুলতে পারেনি প্রতিপক্ষ। ব্যাট হাতে আয়ারল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নি ১০৩ রানের ইনিংস খেলেছেন। এছাড়া সিমি সিং খেলেছেন ৫৩ রানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ফজলে মাহমুদ একাই নিয়েছেন তিন উইকেট। খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট।
জাতীয় দলের অন্যতম ফাস্ট বোলার তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে যোগ দিয়েছেন ‘এ’ দলের সঙ্গে। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচে ৪ ওভারে ৪৫ রান করেও ছিলেন উইকেটশূন্য।

পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত দুটিতে জয় নিয়ে ২-১ এ সিরিজ লিড দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘দ’ দল: ৩৮৫/৪ (৫০ ওভার)
মিজানুর ৪ (৮), জাকির ৭৯ (৯৩), মুমিনুল ১৮২ (১৩৩), মিঠুন ৮৬* (৫১), আল-আমিন ১৯ (১৩), আফিফ ২* (২); ম্যাকব্রাইন ১০-০-৪৫-১, চেজ ১০-০-৮৪-১ ডেলানি ২/৭৫

ক্রিকেট আয়ারল্যান্ড উলভস: ৩০১/১০ (৪৬.১ ওভার)
ব্যালবিরনি ১০৬, সিমি সিং ৫৩, ম্যাককলাম ৪৩; রাব্বি ৩/৪৭, খালেদ ৩/৭৩

প্রকাশ :আগস্ট ৯, ২০১৮ ১২:০৮ অপরাহ্ণ