১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

নোয়াখালীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

অপরাধ ডেস্ক:
নোয়াখালী সুবর্ণচর উপজেলার পশ্চিম চরভাটা গ্রামে এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সামাজিকভাবে বিচার না পেয়ে অবশেষে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সাইফুল ইসলাম সাইফুল, মো. রাকীবসহ ৫ জনের বিরুদ্ধে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করে।

আদালতে মামলা করায় ভিকটিম পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, দিনমজুর আবুল কাশেমের কিশোরী মেয়ে ভিকটিম (১৫) একই গ্রামের আবদুল বাতেনের বাড়ীতে গৃহপরিচারীকার কাজ করত। এরই মধ্যে আবদুল বাতেনের ছেলে সাইফুল ইসলাম সাইফুলের কুনজর পড়ে ঐ গৃহকর্মীর উপর। ঘটনার দিন বাড়িতে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সাইফুল ও তার অপর সহযোগী রাকিব তাকে বিভিন্ন সময় ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। এরই মধ্যে ভিকটিম ৩ মাসের অন্তসত্বা হলে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে অবৈধ গর্ভপাত ঘটায়। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে ভিকটিমকে পিতার বাড়ীতে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। মামলাটি পিবিআই তদন্ত করছে।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ৯:১৫ অপরাহ্ণ