১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

রোহিঙ্গা প্রত্যাবাসন; রাখাইন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তুতি নিয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে মিয়ানমারে রাখাইনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ বুধবার দিবাগত রাত ১২টায় মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন তিনি।

সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমারে যাচ্ছেন। প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব এম শহীদুল হকও রয়েছেন। এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং কমিটির সদস্যরা প্রতিনিধিদলে থাকবেন।

সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল রাখাইন পরিদর্শন করবে। দ্বিতীয় দিনে নেপিদোয় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়া মিয়ানমারে দুই দেশের পররাষ্ট্রসচিবের নেতৃত্বে যৌথ ওর্য়াকিং কমিটির বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর মিয়ানমার সফর নিয়ে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক কয়েকদিন আগে জানিয়েছিলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইন রাজ্যের পরিস্থিতি সরেজমিন দেখতে মিয়ানমার সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। রাখাইনে রোহিঙ্গাদের আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতি দেখবেন।

প্রকাশ :আগস্ট ৮, ২০১৮ ৮:৩২ অপরাহ্ণ