১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

তরুণ এমপিদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে আগ্রহী জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের বিশেষ দূত জায়াথমা বিক্রমানায়েকে বলেছেন, বাংলাদেশের তরুণ সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে একসঙ্গে কাজ করতে আগ্রহী জাতিসংঘ। অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানদের সাথে তরুণ পার্লামেন্টারিয়ানদের অভিজ্ঞতা বিনিময়ে জাতিসংঘের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

সংসদ ভবনে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাথে বাংলাদেশ তরুণ এমপিদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাহিম রাজ্জাক এমপি।

মতবিনিময় সভায় সরকার দলীয় এমপি অনুপম শাহজাহান জয়, ফজিলাতুন নেসা বাপ্পি, জাতীয় পার্টির মো. ইয়াহইয়া চৌধুরী, পীর ফজলুর রহমান মিসবাহ, মহিলা এমপি সেলিনা জাহান লিটা, অ্যাডভোকেট নাভানা আক্তার, সাবিনা আক্তার তুহিন প্রমুখ অংশ নেন।

সভায় বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা, তরুণ সংসদ সদস্যদের ভূমিকা, এসডিজি এবং বাল্যবিবাহ প্রভৃতি বিষয় তুলে ধরা হয়। জাতিসংঘের বিশেষ দূত বাল্যবিবাহ প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

সভাপতির ভাষণে নাহিম রাজ্জাক জাতিসংঘের বিশেষ দূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সংসদ ও রাজনীতিতে তারণ্যের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। তারুণ্যকে সাথে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশের এলিট গ্রুপেও যুক্ত হয়েছে। এ বিষয়ে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও বাংলাদেশের তারুণ্যের অহঙ্কার সজিব ওয়াজেদ জয়।

ফজিলাতুন নেসা বাপ্পি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছে।

মো. ইয়াহইয়া চৌধুরী বলেন, বিরোধীদল হিসেবে তার দল জাতীয় পার্টি সংসদে উপস্থিত থেকে সরকারি দলের বিভিন্ন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করছে। এতে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হচ্ছে।

প্রকাশ :আগস্ট ৭, ২০১৮ ১০:২৪ অপরাহ্ণ