১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম. করুণানিধি আর নেই

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (ডিএমকে) দলের প্রধান এম. করুণানিধি আর নেই। মঙ্গলবার চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

ভারতের সিনিয়র এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, বিজেপি সভাপতি অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

বয়সজনিত ও শারীরিক অসুস্থতাকার কারণে গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন এম. করুণানিধি। দেশটির এই সিনিয়র রাজনীতিবিদের সঙ্কটজনক পরিস্থিতির খবর ছড়িয়ে পড়তেই তাকে দেখতে হাসপাতালে যান দেশটির রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, রেলমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী-নেতারা। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেন নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সকলেই। গত কয়েকদিন ধরে হাসপাতালের বাইরেও হাজার হাজার সাধারণ মানুষ, দলের সমর্থক অনুরাগী ভিড় জমান। এদিনও সকাল থেকে হাসপাতালের বাইরে জড়ো হন তারা। করুণানিধির মৃত্যুতে তারাও চোখের পানি ফেলেন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালের বাইরে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুরো চেন্নাই জুড়েই সতর্কতা জারি করা হয়েছে।

করুণানিধির মৃত্যুর খবর পেয়ে মমতা ব্যানার্জি এদিনই চেন্নাইতে ছুটে গেছেন। তামিল অভিনেতা কমল হাসানও সকল বৈঠক স্থগিত রেখেছেন।

১৯২৪ সালের ৩ জুন তামিলনাড়ুর নাগাপত্তিনামে জন্মগ্রহণ করেন করুণানিধি। মাত্র ১৪ বছর বয়সে রাজনীতিতে পা রাখেন তিনি। ১৯৫৭ সালে ৩৩ বছর বয়সে বিধায়ক নির্বাচিত হন। ১৯৬৯ সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে বসেন তিনি। সব মিলিয়ে মোট পাঁচ দফায় মুখ্যমন্ত্রীর পদে বসেন তিনি। বর্তমানে থিরুভারুরের ডিএমকে বিধায়ক। তবে রাজনীতিতে পা রাখার আগে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন স্ক্রীনরাইটার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। দীর্ঘ অর্ধ শতক ধরে দক্ষিণের রাজনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছিলেন তিনি।

প্রকাশ :আগস্ট ৭, ২০১৮ ৯:৫৫ অপরাহ্ণ