১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৯

‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে কাজ করছে সরকার’

টাঙ্গাইল প্রতিনিধি:

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঝুঁকিপূর্ণ শ্রম শিশুর স্বাভাবিক বিকাশের ব্যাঘাত ঘটায়। সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুশ্রম বন্ধ করতে হবে। সকল শিশুকে বিদ্যালয়মুখী করতে হবে।

আজ টাঙ্গাইলে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুরো বাংলাদেশের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শামছুজ্জামান ভূইয়াসহ অন্যান্য অথিথিবৃন্দ। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশ নেন।

প্রকাশ :আগস্ট ৭, ২০১৮ ৪:১৯ অপরাহ্ণ