১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

সাত দিনের পিকনিকে হাতিরা! 

রকমারি ডেস্ক:

পিকনিক কার না ভালো লাগে? এমনকি হাতিদেরও যে ভালো লাগে তার প্রমাণ মিলল। ভারতের মধ্য প্রদেশের কানহা ন্যাশনাল পার্কে হাতিদের জন্যে সাত দিনব্যাপী পিকনিকের আয়োজন হয়েছে। প্রতিবছরই এমনটা হয়। এই পিকনিকে জাম্বো বন্ধুদের জন্যে থাকে বিশেষ ম্যাসাজ আর খাবারের ব্যবস্থা।এই ৭ দিন হাতিরা পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটাবে।

পার্কের রেঞ্জ অফিসার জানান, এ সময় তাদের প্রতিবারের খাবারে বিশেষ মেনু থাকবে। আপাদ-মস্তক ম্যাসাজ দেয়া হবে। চিকিৎসক স্বাস্থ্যপরীক্ষা করবেন। কোনো সমস্যা দেখা দিলে চলবে চিকিৎসা।

এক ভিডিওতে দেখা যায়, পিকনিকের মধ্যে হাতিদের কলা, নারকেল আর অন্যান্য মজাদার খাবার খাইয়ে দেয়া হচ্ছে।

ভিডিওটি প্রকাশমাত্র ভাইরাল হয়েছে। মন্তব্য করেছেন অনেকে।

পিকনিকের সময় হাতিদের পায়ের নখ কেটে দেয়া হবে। নদীতে গোসল করানো হবে। এরপর নিম তেল দিয়ে চলবে ম্যাসাজ। সঙ্গে ডাক্তারের স্বাস্থ্যপরীক্ষা তো আছেই।

প্রকাশ :আগস্ট ৭, ২০১৮ ৩:৫৯ অপরাহ্ণ