১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০০

নিরাপদ সড়কের দাবিতে আর আন্দোলনের কিছু নেই: হানিফ

নিজস্ব প্রতিবেদক:

নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীরা যে দাবি করেছিল সরকার তা মেনে নেওয়ায় আর আন্দোলনের কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজ মঙ্গলবার কুষ্টিয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, ‘সাধারণ কোমলমতি ছাত্রছাত্রীরা নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন করেছিল সরকার সে দাবি মেনে নিয়েছে। ঘটনা শেষ হয়ে গেছে। এটা নিয়ে তো আর কোনো আন্দোলনের প্রয়োজন নেই। আর কোনো উস্কানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সড়ক পরিবহন আইন সংসদে গেলে জনপ্রতিনিধিরা যে মতামত দেবেন তার ভিত্তিতেই সংযোজন-বিয়োজন হতে পারে।

এ সময় ঘর পোড়া আগুনে আলু পুড়ে খাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ।

প্রকাশ :আগস্ট ৭, ২০১৮ ২:২৩ অপরাহ্ণ