১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯
‘লাভরাত্রি’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আয়ুশ শর্মা, সালমান খান ও ওয়ারিনা হোসেন

সালমানের ভুল!

বিনোদন ডেস্ক:

একাধিক নতুন প্রতিভাকে বলিউডের সঙ্গে পরিচয় করিয়েছেন সালমান খান। এবার তিনি উপহার দিয়েছেন নতুন জুটি। এই জুটির একজন আবার তাঁর ঘরের মানুষ। সালমানের হাত ধরে এবার বিটাউনে পা রেখেছেন তাঁর বোনের জামাই আয়ুশ শর্মা। তিনি অর্পিতার স্বামী। গতকাল সোমবার ‘লাভরাত্রি’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি চিরাচরিত ভঙ্গিতে মাতিয়ে রাখেন ছবির প্রযোজক সালমান খান। আর এই অনুষ্ঠানে ঘুরেফিরে উঠে আসে প্রিয়াঙ্কা চোপড়ার ‘ভারত’ ছবি ছাড়ার কথা।

পূর্ব মুম্বাইয়ের কুর্লার এক মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে আয়ুশ শর্মা আর ওয়ারিনা হোসেন অভিনীত ছবি ‘লাভরাত্রি’র ট্রেলার। এই ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, সোহেল খান, অতুল অগ্নিহোত্রী, অর্পিতা প্রমুখ। নতুন প্রতিভাকে বলিউডে নিয়ে আসা কতটা চ্যালেঞ্জিং, এ প্রসঙ্গে সালমান বলেন, ‘নতুন প্রতিভাকে বলিউডে অভিষেক করানো চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হলো এর পরবর্তী সময়। অমিতাভ বচ্চনের সময় আলাদা ছিল। তাঁর ৩৬টা ছবি ফ্লপ করার পর “জঞ্জির” হিট হয়। তখন অভিনেতারা একাধিক ফ্লপের পরও সুযোগ পেতেন। কিন্তু এখন নতুন প্রতিভারা একটা ফ্লপের পর আর তেমন সুযোগ পায় না। আমি, আক্কি (অক্ষয়), শাহরুখ, অজয়, আমির অনেক সাপোর্ট পেয়েছি। তখন মিডিয়াও আমাদের প্রতি খুব নরম ছিল। নতুন প্রতিভাকে তারা খোলা মনে স্বাগত জানিয়েছে। কিন্তু এখন একটু এদিক-ওদিক হলে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা শুরু হয়। মানুষকে নীচু করে কিছু মানুষ খুব আনন্দ পায়।’

প্রিয়াঙ্কা চোপড়ার ‘ভারত’ ছেড়ে যাওয়া নিয়ে সালমানের কী প্রতিক্রিয়া?
অনুষ্ঠানে ‘বলিউডের সুলতান’ এ প্রসঙ্গ কৌশলে এড়িয়ে যান। তিনি বলেন, ‘গত কয়েক দিন আমি “লাভরাত্রি” ছবি নিয়ে খুব ব্যস্ত আছি। তাই কোনো খবর পড়ার সুযোগ হয়নি। এ ব্যাপারে কিছু জানি না। জানতে পারলে নিশ্চয়ই সবাইকে জানাব।’

সালমান খান জানান, তাঁর ক্যারিয়ারের শুরুতে অনেক ভুল করেছেন। আর এসব ভুলের ব্যাপারে সতর্ক করেছেন বোনের জামাইকে। আয়ুশ শর্মাকে তিনি এবার কী পরামর্শ দেবেন? হেসে সালমান খান বললেন, ‘ওই জিনিস তো আয়ুশ কখনোই করতে পারবে না। কারণ ও বিবাহিত, ওর বাচ্চা আছে। আর যদি করেও, সেটা আইনের বিরুদ্ধে হবে। তাই প্রথমেই একটা বাদ হয়ে গেল। এরপর বলব শুটিংয়ে যেন দেরি করে না যায়। বেশি রাত পর্যন্ত না জাগে। আর নিজের মধ্যে প্রাণশক্তি যেন ভরপুর রাখে। প্রাণশক্তি থাকলে ধীরে ধীরে অভিজ্ঞতা আসবে। আমি মনে করি, এই দুটির সংমিশ্রণ দারুণ।’

গত ২০ বছরে বলিউডের কোন নায়ক সালমান খানকে মুগ্ধ করেছেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সালমান খান জানান, গোবিন্দ তাঁকে খুব মুগ্ধ করেছেন।

‘লাভরাত্রি’ ছবির গল্প গুজরাটি সম্প্রদায়ের ওপর। গুজরাটি উৎসব ‘নভরাত্রি’কে কেন্দ্র করে এই ছবির গল্প তৈরি হয়েছে। নভরাত্রিকে ঘিরে নিজের সেরা স্মৃতি প্রসঙ্গে সালমান খান তাঁর ‘হাম দিল দে চুকে সনম’ ছবির ‘ঢোলি তারো’ গানটির কথা বলেন।

‘লাভরাত্রি’ ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। পরিচালক হিসেবে এটি তাঁর প্রথম ছবি। আয়ুশ শর্মা আর ওয়ারিনা হোসেন ছাড়া এই ছবিতে আছেন রোণিত রায়, রাম কাপুর। ছবির ট্রেলারের একটি দৃশ্যে আরবাজ আর সোহেল খানকে কেমিও হিসেবে দেখা গেছে। শোনা গেছে, সালমান খানকেও নাকি ‘লাভরাত্রি’ ছবিতে কেমিও হিসেবে দেখা যাবে। প্রেমের এই ছবি মুক্তি পাবে আগামী ৫ অক্টোবর।

প্রকাশ :আগস্ট ৭, ২০১৮ ২:০৪ অপরাহ্ণ