১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

১৩ জুন, ঢাকা-বরিশাল নৌ রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক :

ঈদে ঘরমুখো মানুষের জন্য আগামী ১৩ জুন থেকে ঢাকা-বরিশাল নৌ রুটের বেসরকারি লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত। বাংলাদেশ যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।    সূত্র জানায়, ঢাকা-বরিশাল ও বরিশাল-ঢাকায় ফেরার উভয় টিকিট ওই তারিখ বিক্রি করা হবে। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কেবিনের টিকিটের জন্য আবেদন করতে হবে। এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ বরিশালে লঞ্চ কাউন্টারগুলোতে টাঙানো হয়েছে।  বরিশাল যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির সদস্য শহিদুল ইসলাম পিন্টু বলেন, ঢাকা-বরিশাল নৌ রুটে চলাচলকারী লঞ্চগুলোতে চাহিদার চেয়ে কেবিনের সংখ্যা অনেক কম। এ ছাড়া ঈদে কেবিনের চাহিদা থাকে কয়েক গুণ। ফলে আবেদনকারী সবাইকে কেবিন দেওয়া সম্ভব হয় না। আবেদন যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে যাত্রীদের মধ্যে টিকিট বিতরণ করা হয়ে থাকে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৪, ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ণ