আদালত প্রতিবেদক :
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উসকানিদাতা হিসেবে ১৫ ফেসবুক অ্যাকাউন্ট ও পেইজ এবং একটি নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সোস্যাল মিডিয়া মনিটরিং টিমের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজয় কুমার বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন। সোমবার পুলিশের রমনা থানা জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করে।
মামলার এজাহারে মো. মাসুম, তারেক আজিজ, মোঞ্জেল মোর্শেদ সাব্বির, নাসিফ জামান, নুসরাত জাহান সনিয়া, জয়নাল আবেদিন ও লুমা আক্তারের ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্টের লিংক উল্লেখ করা হয়েছে।
এছাড়া অভিযুক্ত ফেসবুক পেজের মধ্যে রয়েছে ‘বাঁশেরকেল্লা’ (তিনটি পোস্ট), ‘বিশ্ব তরুণ প্রজন্ম’, ‘এনসিবি-জাতীয়তাবাদী সাইবার দল’, ‘আকাইম্মা’, ‘আর-৯৯’, ‘অপূর্ব চৌধুরী’, ‘জালিমের কারাগার’র নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে অনলাইন পত্রিকা বাংলাট্রিবিউন’র একটি লিংকও উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ‘ছাত্র আন্দোলনকে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব, অনলাইন নিউজ পোর্টাল ও ব্লগে বিভিন্ন উসকানিমূলক পোস্ট, লেখা ও ভিডিওর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।’
এর আগে ২ আগস্ট রাজধানীর রমনা থানায় ২৮টি আইডির বিরুদ্ধে একটি মামলা করে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
গত শনি ও রোববার ধানমন্ডিতে একটি গুজবের কারণে শিক্ষার্থীরা সহিংস হয়ে ওঠে। ওই ঘটনায় ইতোমধ্যে মডেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।