২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৪

দামুড়হুদার সীমান্তবর্তী গ্রাম থেকে ১৪ কেজি রূপা উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা:

দামুড়হুদার সীমান্তবর্তী গ্রাম থেকে সোমবার সকালে বিজিবির টহলদল প্রায় ১৪ কেজি রূপা উদ্ধার করেছে। আসামি পলাতক রয়েছে। বিজিবি জানান ঐদিন সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদেরর ভিত্তিতে দামুড়হুদার কামারপাডা গ্রামের কাছে দর্শনা বিজিবির টহলদল ওৎ পেতে থাকে।

এ সময় বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে চোরাকারবারি পালিয়ে যায়। পরে লোকজনের সামনে থেকে মোটরসাইকেল ও একটি ব্যাগ উদ্ধার করে দর্শনা বিজিবি কোম্পানি সদরে আনা হয়। পরে ব্যাগ থেকে ১৩ কেজি ৯শ গ্রাম রূপা উদ্ধার করা হয়।

কামারপাড়া গ্রামের একজনকে পলাতক আসামি করে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

প্রকাশ :আগস্ট ৬, ২০১৮ ৩:৫৪ অপরাহ্ণ