১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

পার্বতীপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরের ফুলেরঘাট বাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আল আমিন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

রবিবার দিবাগত রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান আল আমিন। তিনি উপজেলার হাবড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের সাখাওয়াত হোসেন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলেরঘাট বাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে শংকরপুর গ্রামের আকতারুল গ্রুপ ও আব্দুল ওয়াদুদ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আল আমিন, কাশেম মাস্টারসহ উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আকতারুল গ্রুপের আল আমিনকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান আল আমিন। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম জানা যায়নি।

এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর মডেল থানা আব্দুল ওয়াদুদের স্ত্রী খাদিজা বেগম ও ফাতেমা বেগম নামে আরেকজনকে আটক করে থানায় নিয়ে যায় বলে দাবি করেন এলাকাবাসী।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান রাত সোয়া ১২টার দিকে সংঘর্ষে একজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন। তবে খাদিজা ও ফাতেমা নামে কাউকে আটকের বিষয়টি তিনি জানেন না বলে জানান।

প্রকাশ :আগস্ট ৬, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ