১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

ধুম ৪’ সিনেমায় শাহরুখ খান!

‘বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি ‘ধুম’ ছবির চতুর্থ কিস্তিতে মূল চরিত্রে দেখা যেতে পারে বলিউডের বাদশাহখ্যাত শাহরুখ খানকে। বলিউডের গুঞ্জনে কান পাতলে শোনা যাচ্ছে এমনই খবর। ব্লকবাস্টার ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে সালমান খান থাকতে পারেন, এমন একটা খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু ফিল্মফেয়ার-এর সাম্প্রতিক রিপোর্ট বলছে যে ভাইজান নয়, ‘ধুম ৪’-এ থাকছেন বলিউডের বাদশাহ খান।

‘ধুম ১’-এ জন আব্রাহামের বাইক স্টান্ট, ‘ধুম ২’-এ হৃত্তিক রোশনের ছদ্মবেশ এবং ‘ধুম ৩’-এ আমির খানের টুইন চমকের পরে ‘ধুম ৪’-এ শাহরুখ কী নিয়ে আসেন, সেটাই এখন দেখার বিষয়। যশ রাজ ফিল্মস-এর ‘থাগস অফ হিন্দুস্তান’-এর ফার্স্ট লুক প্রকাশের পরই ‘ধুম ৪’-এর বিষয়ে অফিসিয়াল ঘোষণা করে হবে বলে মনে করা হচ্ছে।

পরিচালক আনন্দ এল রাই-এর ‘জিরো’-র পর মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’-এর জন্য শাহরুখ খানের শুটিং শুরু করার কথা। কিন্তু ‘ধুম ৪’-এর কাজ শুরু হলে পিছিয়ে যেতে পারে ‘স্যালুট’-এর কাজ।

প্রকাশ :আগস্ট ৫, ২০১৮ ৯:৫৫ অপরাহ্ণ