১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০
হেলিকপ্টারে বিধ্বস্ত বিমানের আগুন নেভানোর চেষ্টা: সুইস ইনফো

এক ঘণ্টার ব্যবধানে দুটি সুইস বিমান বিধ্বস্ত, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার সুইজারল্যান্ডে এক ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে দুটি বিমান৷ এই দুটি দুর্ঘটনায় নিহত হয়েছে ২৩ জন। স্থানীয় সময় শনিবার রাতে সুইস আল্পসে এই ঘটনা ঘটে৷ প্রথমে জঙ্গলের মধ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে একই পরিবারের ৪ জন নিহত হয়। বিধ্বস্ত অপর বিমানটিতে দুজন পাইলটসহ ১৯ জন আরোহী ছিল।

পুলিশ জানিয়েছে, পিজ সেগনাসের পশ্চিমে এই দুর্ঘটনা ঘটেছে৷পাঁচটি হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, দ্বিতীয় বিমান ভেঙে পড়ার এক ঘন্টা আগে নিডওয়ালডেনের ক্যান্টনে রেং এলাকায় জঙ্গলে একটি ছোট বিমান ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় দুই শিশু এবং তাদের বাবা-মা নিহত হয়।

এদিকে, স্থানীয় জেইউ-এয়ার বিমান সংস্থা জানিয়েছে, তাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটিতে দুইজন পাইলট ও ১৭ যাত্রী ছিল।

প্রকাশ :আগস্ট ৫, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ