১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৪
নিকোলাস মাদুরো (বাঁ থেকে দ্বিতীয়) সেনাবাহিনীর অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ড্রোন হামলা হয়

ড্রোন হামলা থেকে বেঁচে গেলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:

ড্রোন ব্যবহার করে হত্যার চেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসে সেনাবাহিনীর ৮১তম বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য কলম্বিয়াকে দায়ী করেছেন প্রেসিডেন্ট মাদুরো। তবে এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে দেশটি।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার ঘটনায় সাত সেনাসদস্য আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ বলেছেন, প্রেসিডেন্ট স্ট্যান্ডের কাছে বিস্ফোরকবোঝাই দুটি ড্রোনের বিস্ফোরণ ঘটে।

ঘটনার পরে জাতির উদ্দেশে প্রেসিডেন্ট মাদুরো বলেন, একটি উড়ন্ত বস্তু আমার সামনে বিস্ফোরিত হয়। এটা বড় বিস্ফোরণ ছিল। এর কিছুক্ষণ পর আরো একটি বিস্ফোরণ ঘটে।

প্রকাশ :আগস্ট ৫, ২০১৮ ১১:৩৯ পূর্বাহ্ণ