২০শে জানুয়ারি, ২০২৬ ইং | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:০৩

জিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। বেলা ১টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের স্থানীয় কয়েকটি ক্লিনিকে নেয়া হয়েছে। হামলার পর যান চলাচল নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই এলাকা ছেড়ে ধানমন্ডির কয়েকটি সড়ক অবরোধ করে। এরপর দুইটার দিকে আগ্নেয়াস্ত্রসহ হামলাকারীরা জিগাতলা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীদের ওপর ফের হামলা হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছে।

প্রকাশ :আগস্ট ৪, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ