১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

শিক্ষার্থীরা দেশের জন্য কী করতে হবে তা আঙুল তুলে দেখিয়েছেন : ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: আখতারুজ্জামান বলেছেন, সততা, নীতি-নৈতিকতার দায়িত্ব থেকেই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। অসাধারণ দক্ষতা, মেধা মননের স্বাক্ষর রেখেছে রোড ম্যানেজম্যান্টের ক্ষেত্রে। দেশের জন্য আর কী কী করতে হবে তা তারা আঙুল তুলে দেখিয়ে দিয়েছে তারা।

পল্লী কর্মসহায়ক ফাইন্ডেশনের আয়োজনে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন-২০১৮ এর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরীর ৪০ টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ সম্মেলনে অংশগ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন এথিক্স ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এম ই চৌধুরী শামীম।

এসময় উপাচার্য আরও বলেন, এ অনুষ্ঠানটি মেধা ও মনন বিকাশের অনুষ্ঠান। বর্তমানে যাদের নেতৃত্বগুণ, সুন্দর মানসিকতা আছে তারাই জাতির ভবিষ্যত বিনির্মাণ করবে। সৎ, দক্ষ, নৈতিকতা সমৃদ্ধ শিক্ষার্থীরাই আগামীর সমাজ পরিবর্তন করবে।

পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এ আন্দোলন যৌক্তিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের সবকটি দাবি মেনে নিয়েছেন এবং খুব দ্রুত সময়ে এটি কার্যকর করা হবে।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক আব্দুল কাইয়ুম বলেন, কিশোর-কিশোরী সম্মেলনের মাধ্যমে নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে সারাদেশ থেকে ৭০০ শিক্ষার্থী নির্বাচিত করা হবে। তারা সৎ থেকে মেধা মননের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ধাপে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল রচনা লিখন, কুইজ ও উপস্থিত বক্তৃতা। রচনার বিষয় ছিল: বঙ্গবন্ধু ও বাংলাদেশ, ফেসবুক ব্যবহারের সুফল কুফল। পরীক্ষায় ১৬৪ শিক্ষার্থী দ্বিতীয় পর্বে উত্তীর্ণ করা হয়। তাদের সবাইকে সার্টিফেকট ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রকাশ :আগস্ট ৩, ২০১৮ ৮:৩৬ অপরাহ্ণ