১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

জুলাইয়ে বেড়েছে প্রবাসী আয়

অর্থনীতি ডেস্ক:
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৩১ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের জুলাইয়ে যা ছিল ১১১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে প্রবাসী আয় আসা বেড়েছে ১৮ দশমিক শূন্য ৫ শতাংশ।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী আয় আসে ১৩৮ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ জুনের চেয়ে জুলাইয়ে প্রবাসী আয় আসার পরিমাণ কমেছে। রোজা ও ঈদ সামনে রেখে গত অর্থবছরের শেষ দুই মাস মে ও জুনে বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। মে মাসে এসেছিল ১৪৮ কোটি ১৮ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সদ্য শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ২০১৬-১৭ অর্থবছরে দেশে মোট প্রবাসী আয় এসেছিল ১ হাজার ২৭৭ কোটি মার্কিন ডলার, যা গত তিন অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৪-১৫ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৫৩১ কোটি ডলার, ২০১৫-১৬ অর্থবছরে যা ছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার।

প্রকাশ :আগস্ট ২, ২০১৮ ১:০৫ অপরাহ্ণ