১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

সমাধান সড়ক পরিবহন আইনেই আছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তাদের (শিক্ষার্থী) সব দাবির সমাধান সড়ক পরিবহন আইনের মধ্যেই আছে। এই আইন বাস্তবায়ন হলেই রাস্তায় পাখির মতো, মাছির মতো মানুষ মরা নিয়ন্ত্রণে আসবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রীর কাছে প্রশ্ন ছিলো শিক্ষার্থীরা যা করে (লাইসেন্স চেক) দেখিয়েছে তা কি আইনের কারণেই আটকে আছে? উত্তরে মন্ত্রী বলেন, এগুলো আমি আগেই করে দেখিয়েছি। আইন হলে এটা ইমপ্লিমেন্টেশন করার বাধ্যবাধকতা থাকবে। আইন হলে আমি নিজেও আরো শক্তি পাবো।

তিনি শিক্ষার্থীদেরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীরা যেন ট্রাফিক রুল মেনে চলেন তাতে শিক্ষামন্ত্রণালয়েরও দায়িত্ব আছে। মোবাইল কানে কথা বলতে বলতে সড়ক পারাপারের ক্ষেত্রে সতর্ক হতে হবে।’

রাজধানীতে বাস চাপায় দু্ই শিক্ষার্থীর নিহত হওয়ার পর নিরাপদ সড়কে দাবিতে রাস্তায় নেমেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে ভেঙে পড়েছে পুরো পরিবহন ব্যবস্থায়। অন্যদিকে শিক্ষার্থীদের উপর জনসমর্থনের কারণে অনেকটাই চাপে পড়েছে সরকার। এরই প্রেক্ষিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রকাশ :আগস্ট ২, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ