গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে স্ত্রীকে খুন করে মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবক পালিয়ে গেছে। বুধবার রাতে সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চম্পা (২৩) পটুয়াখালীর গলাচিপা থানার বালির হাওলা গ্রামের নুরুল ইসলাম গাজীর মেয়ে। রফিকুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা এলাকার বাসিন্দা মো. ইসমাইলের ছেলে।
চম্পার ভাই মোহাম্মদ আলম গাজী জানান, ১০ বছর আগে চম্পা ও রফিকের বিয়ে হয়। তারা দুইজনই স্থানীয় এনএজেড পোশাক কারখানার চাকরি করত। চম্পা হলো রফিকের দ্বিতীয় স্ত্রী, রফিকও চম্পার দ্বিতীয় স্বামী। তাদের তামিম নামে সাত বছরের এক ছেলে রয়েছে। বিয়ের বছর খানেক পর তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয় এবং তারা আলাদাভাবে বসবাস শুরু করেন। ইতোমধ্যে রফিক তৃতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। বিষয়টি চম্পা জানতেন না। রফিক মাঝে মধ্যে চম্পার ভাড়াবাড়িতে আসা-যাওয়া করেন।
তিনি আরো জানান, সম্প্রতি তৃতীয় বিয়ের ঘটনাটি জানাজানির পর চম্পার সঙ্গে রফিকের সম্পর্কের অবনতি দেখা দেয়। কয়েক মাস আগে চম্পা গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের নয়নপুর এলাকায় মনু মিয়ার বাড়িতে ভাড়ায় উঠেন। চম্পা সেখানে থেকে এনএজেড নামে পোশাক কারখানায় চাকরি করেন। মঙ্গলবার চম্পার বাসা থেকে ছেলে তামিমকে শ্রীপুরে রেখে আসেন রফিক। বুধবার সন্ধ্যার পর রফিক ছেলেকে না নিয়ে চম্পার বাসায় ফেরায় তাদের মধ্যে কথাকাটা কাটি হয়। পরে রাত ২টার দিকে পাশের ভাড়াটিয়া চম্পার চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান। এ সময় রফিককে ঘর থেকে চলে যেতে দেখেন এবং ঘরে চম্পার রক্তাক্ত দেহ দেখতে পান। পরে ওই ভাড়াটিয়া বিষয়টি পুলিশ ও চম্পার স্বজনদের জানান।
সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, চম্পার দেহে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার স্বামী রফিককে গ্রেফতারের চেষ্টা চলছে।