১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

ঢাকা থেকে দূরপাল্লার বাস বন্ধ করেছেন শ্রমিকেরা

ডেস্ক রিপোর্ট:

ঢাকা থেকে আন্তজেলা পথে আজ বৃহস্পতিবার সকাল থেকে কোনো বাস চলছে না। গাবতলী বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ করে বাস ভাঙচুরের প্রতিবাদ ও বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাঁরা বলছেন, নিরাপত্তাহীনতার কারণে কোনো বাস ছাড়া হচ্ছে না।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে আজ বৃহস্পতিবার সকালে কোনো বাস ছেড়ে যায়নি। আবার কোনো বাস এসব টার্মিনালে আসেনি। এতে ঢাকা থেকে প্রায় সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

দক্ষিণ বঙ্গগামী সাতক্ষীরা এক্সপ্রেসের ব্যবস্থাপক বোরহান আহমেদ জানান, নিরাপত্তাহীনতার কারণে কোনো বাস ছাড়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক মালিক পরিবহন সমিতির সভাপতি এনায়েতুর রহমানকে ফোনে পাওয়া যায়নি।

বাস চলাচল বন্ধ থাকার তথ্যের সত্যতা নিশ্চিত করে গাবতলীর ট্রাফিক সার্জেন্ট সোহেল রানা বলেন, ‘বাস চলেছ না। শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।’

প্রকাশ :আগস্ট ২, ২০১৮ ১০:২৯ পূর্বাহ্ণ