১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

আন্দোলনকারী শিক্ষার্থীকে পিকআপ চাপা দেওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে এবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পিকআপ উঠিয়ে দিল চালক। আজ বুধবার সকালের দিকে শনির আখড়ায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের উপর পিকআপ উঠিয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীর অন্যান্য এলাকার মতো শনির আখড়ায়ও আন্দোলন করছে শিক্ষার্থীরা। তারা বিভিন্ন বাস আটকে চালকদের লাইসেন্স পরীক্ষা করছিল। যাদের লাইসেন্স নেই তাদের গাড়ি সাইড করে রাখতে বলছিল।

এ সময় রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথ দিয়ে একটি পিকআপ দ্রুত গতিতে আসতে থাকলে শিক্ষার্থীরা সেটিকে আটকানোর চেষ্টা করে। পিকআপ চালক গাড়ি না থামিয়ে গতি আরও বাড়িয়ে দিয়ে এক শিক্ষার্থীকে চাপা দিয়ে চলে যায়।
পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী শনির আখড়ায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে রাস্তা ফাঁকা পেয়ে উল্টোপথে একটি পিকআপ দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় এক আন্দোলনকারী শিক্ষার্থীকে পিকআপটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু কোন হাসপাতালে নেওয়া হয়েছে এটা এখনও জানা যায়নি।’
পুলিশের যাত্রাবাড়ী জোনের এসি ইফতেখায়রুল ইসলাম জানিয়েছেন, পিকআপের নম্বর সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

প্রকাশ :আগস্ট ১, ২০১৮ ৪:৪৫ অপরাহ্ণ