সাহিত্য ডেস্ক:
কবিতার মাধ্যমে ‘সন্ত্রাসবাদ উসকে’ দেয়ার অভিযোগে ফিলিস্তিনের একজন মহিলা কবিকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি আদালত। খবর আল জাজিরার।
দারিন তাতোর নামে তরুণ এই কবির বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সন্ত্রাসবাদ উসকে’ দেয় এমন একটি কবিতা পোস্ট করেছেন।
ইসরায়েলের নাগরিক ৩৬ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত তাতোরকে মঙ্গলবার দেশটির নাজারেথ জেলার একটি আদালত কারাদণ্ড দেয়। গত তিন বছর ধরে তিনি গৃহবন্দী ছিলেন।
৩৬ বছর বয়সী দারিন হলেন ইসরায়েলে বসবাসকারী ১৬ লাখ ফিলিস্তিনিদের একজন। ২০১৫ সালে তিনি একটি কবিতাটি লিখেছিলেন ফেসবুকে। শৈল্পিক বিবেচনায় ইতোমধ্যে আরব বিশ্বে এটি জনপ্রিয় একটি কবিতা হিসেবে চিহ্নিত হয়ে গেছে।
কিন্তু ইসরায়েল অভিযোগ করেছে দারিনের এই কবিতা সহিংসতাকে উস্কে দিয়েছে। এটা ‘সন্ত্রাস’। প্রথমে তাকে আটক করে তিন মাস কারাগারে রাখা হয়। তারপর গত তিন বছর গৃহবন্দি করে রাখা হয়েছিল। গৃহবন্দিত্বের দিনগুলোতে তাঁর জন্য কম্পিউটার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি ছিল। এখন নতুন করে পাঁচ মাস কারাভোগের দণ্ড দেয়া হয়েছে।
চূড়ান্ত রায়ের ঠিক পূর্ব মুহূর্তে দারিন এক বার্তায় বলেছেন, ‘লেখা অব্যাহত থাকবে। এমন কোন আইন মেনে নেয়া যায় না, যা বলে দেবে আমি লেখায় কী শব্দ ব্যবহার করবো, কী করবো না। নিশ্চয়ই আমিই প্রথম বন্দি নই আর শেষ বন্দিও নই।’
কবিতাটি নিচে দেয়া হল:
Resist, my people, resist them.
In Jerusalem, I dressed my wounds and breathed my sorrows
And carried the soul in my palm
For an Arab Palestine.
I will not succumb to the “peaceful solution,”
Never lower my flags
Until I evict them from my land.
I cast them aside for a coming time.
Resist, my people, resist them.
Resist the settler’s robbery
And follow the caravan of martyrs.
Shred the disgraceful constitution
Which imposed degradation and humiliation
And deterred us from restoring justice.
They burned blameless children;
As for Hadil, they sniped her in public,
Killed her in broad daylight.
Resist, my people, resist them.
Resist the colonialist’s onslaught.
Pay no mind to his agents among us
Who chain us with the peaceful illusion.
Do not fear doubtful tongues;
The truth in your heart is stronger,
As long as you resist in a land
That has lived through raids and victory.
So Ali called from his grave:
Resist, my rebellious people.
Write me as prose on the agarwood;
My remains have you as a response.
Resist, my people, resist them.
Resist, my people, resist them.