২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৭

উত্তাল সাগরে ১৪ জেলেসহ ট্রলার ডুবি

জেলা সংবাদদাতা:

উত্তাল ঢেউয়ের কারণে পাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পরে ১৪ জেলেসহ এফবি ফিরোজ নামে একটি ট্রলার ডুবে গেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই ১৪ জেলের সবাই এখনও নিখোঁজ রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার জানান, উপজেলার কাঁকচিড়ার মাঝেরচরের মো. ফিরোজ মিয়ার মালিকানাধীন এফবি ফিরোজ ট্রলারের জেলেরা পাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। এমন সময় ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলেকে উদ্ধারের জন্য অন্য ট্রলার পাঠানো হয়েছে।

প্রকাশ :আগস্ট ১, ২০১৮ ৩:০৯ অপরাহ্ণ