১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৫

এবার পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় এবার সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিক ও যানবহনের নিরাপত্তার দাবিতে বুধবার সকাল সাড়ে ৭টা থেকে তারা এ সড়ক অবরোধ করে রাখেন।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সকাল সাড়ে ৭টা থেকে পরিবহন শ্রমিকরা এ মহাসড়কের লিংকরোড এলাকায় অবরোধ করে রেখেছেন। এতে এ মহাসড়কের উভয় পাশে যানবহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফলে এ মহাসড়কের মদনপুর থেকে ঢাকার শনিরআখড়া পর্যন্ত যানবাহনগুলো দাঁড়িয়ে আছে।

বুধবার বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেননি। পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে এ মহাসড়কে চলাচলরত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঢাকামুখি লোকদের দেখা গেছে পরিবহনে উঠতে না পেরে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন। পুলিশ ঘটানস্থলে থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা শ্রমিকদের সড়ক থেকে ওঠাতে পারেনি।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

প্রকাশ :আগস্ট ১, ২০১৮ ১২:০৫ অপরাহ্ণ