১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

ঢাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ-মিছিল

নিজস্ব প্রতিবেদক:

প্রজ্ঞাপনসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি কলা ভবন, বিজনেস অনুষদ, মল চত্বর ও মুহসীন হলের সামনে দিয়ে টিএসসি হয়ে শহীদ মিনার অভিমুখে যাচ্ছে। টিএসসি রাজু ভাস্কর্যে শেষ হবে মিছিলটি।

গত ৩০ জুন গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় ঢাবির ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূরসহ বেশ কয়েকজনের ওপর হামলা হয়।

প্রকাশ :জুলাই ৩১, ২০১৮ ১:০৯ অপরাহ্ণ