১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

স্কচটেপে মোড়ানো ৩২টি স্বর্ণবার, ইউএস বাংলার গাড়িসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের গাড়ি থেকে ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই গাড়ির চালকসহ দুজনকে আটক করেছে বিমানবন্দরের কাস্টমস হাউজ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ইউএস বাংলা এয়ারলাইন্সের ভিআইপি গাড়ির চালক কুষ্টিয়ার মো. আরিফুজ্জামান পলাশ (৩৩)। তিনি ওমান থেকে চট্টগ্রাম হয়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কর্মরত। আর যাত্রী হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির হাসান মোহাম্মদ মোহসিন চৌধুরী (৪৭)।

বিমানবন্দরের কাস্টমস হাউজ জানায়, গোপন সংবাদে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম আজ সকাল ৮ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় ওমান থেকে চট্টগ্রাম হয়ে আসা ফ্লাইটটি যাত্রী নামানোর লক্ষ্যে ‘২৩ নং বে’ তে পার্ক করে। সেখান থেকে বিজনেস ক্লাস এ ট্রাভেল করা যাত্রী মোহসিনকে নিয়ে ভিআইপি গাড়িতে করে চালক পলাশ ইন্টারন্যাশনাল অ্যারাইভালে নিয়ে আসে।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণের বিষয়টি অস্বীকার করে ওই যাত্রী। পরে গাড়িচালকের পা রাখার স্থানে নিচে কালো স্কচটেপে মোড়ানো ৩২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। এ সময় বিমানবন্দরে বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃত স্বর্ণের মোট ওজন ৩.৭১২ গ্রাম, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।
এই ঘটনায় ইউএস বাংলার ভিআইপি গাড়ি, গাড়িচালক ও যাত্রীকে আটক করা হয়েছে। একই সঙ্গে দি কাস্টমস এ্যাক্ট , ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় কাস্টমস হাউজ।

প্রকাশ :জুলাই ৩১, ২০১৮ ১২:৪১ অপরাহ্ণ