২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৮
সংগৃহীত ছবি

মৃত্যু আর ধ্বংসযজ্ঞের মাঝেই সেলফি!

বিশেষ প্রতিবেদক:

সেলফি তোলার প্রবণতা একদিকে যেমন দিন দিন যেন রোগে পরিণত হচ্ছে। একদিকে যেমন স্মৃতি ধরে রাখার চেষ্টা, কিংবা নিজের সাথে সময়কে ফ্রেমবন্দী করার চেষ্টা অন্যদিকে ক্রমে মানবিকতা ক্ষয়ে যাওয়ার চিহ্ন।

যত্রতত্র সেলফি তোলাটা দিন দিন মানুষের কাছে একটা অভ্যাসে পরিণত হচ্ছে। যার কারণে মানুষ ক্রমেই দিন দিন মানবিকতা বোধ হারিয়ে ফেলছে। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে এক শ্রেণির নেটিজেনরা বলছেন, ‘মৃত মানুষের সাথে সেলফি তুলতে হবে এ কেমন কথা, শোকাতুর পরিবেশকে নিজের সাথে ফ্রেমবন্দী করতে হবে কেন?’

এরকম দৃশ্য আজ ও দেখা মিলল রাজধানীর কুর্মিটোলা এলাকায়। দুপুর ১টার দিকে সেখানে এক চালক তার বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কলেজ শিক্ষার্থীদের ওপর তুলে দিলে ঘটনাস্থলেই মারা যান ২ জন।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসেন কলেজের অন্যান্য শিক্ষার্থীরা। বিক্ষুব্ধরারা তখন সেখানে যে গাড়ি পেয়েছেন সেটিই ভাঙচুর করেছেন। ভাঙচুর করা গাড়িগুলো তখন দাঁড়িয়ে আছে ঘটনাস্থলে। রাস্তা ধ্বংসযজ্ঞের রূপ ধারণ করেছে। স্কুল শিক্ষার্থীর তাজা রক্ত তখনও সড়কে বইছে।

এমন সময় এক তরুণকে দেখা গেলো সেখানকার দৃশ্য মোবাইল ক্যামেরার ফ্রেমে এনে সেলফি তুলছেন! কেউ কেউ সেখানে দাঁড়িয়েই ফেসবুক লাইভে নিজেদের চেহারা দেখাচ্ছেন।

বিষয়টি বেশ সমালোচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

প্রকাশ :জুলাই ২৯, ২০১৮ ৫:৪৬ অপরাহ্ণ