২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৫৩

ধর্ষক মানুষের কাতারে পড়ে না: চুমকি

নিজস্ব প্রতিবেদক:

সমাজ থেকে ধর্ষণ ও নারী-শিশুর প্রতি সহিংসতা দূর করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যারা ধর্ষক তারা মানুষের কাতারে পড়ে না। এরা সমাজের অতি ক্ষুদ্র অংশ।

শনিবার রাজধানীর সিরডাপের ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (ডুফা)য় নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে নাগরিক সমাজ ও রাষ্ট্রের করণীয় শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজ থেকে ধর্ষণ ও নারী-শিশুর প্রতি সহিংসতা দূর করবই। তবে এটা সরকারের একার পক্ষে সম্ভব না।

এ সময় নারী-শিশুর প্রতি সহিংসতা ও নিযার্তন দূর করতে নাগরিক সমাজ, নারী অধিকারকর্মীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা ও সানজিদা খান রিপা।

মূল প্রবন্ধে বলা হয়, সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা দূর করতে ও সামগ্রিক পরিস্থিতি উত্তরণে রাষ্ট্র, সমাজ, পরিবার ও ব্যক্তি পর্যায়ে সকলকে দায়িত্ব নিতে হবে। একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজটাকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করা সম্ভব।

সমাজ থেকে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ দূর করতে আইনের যথাযথ বাস্তবায়ন, ঘটনার শিকার ব্যক্তিদের আইনি সহায়তা নিশ্চিত করা, সকল পর্যায়ে নৈতিক শিক্ষা প্রচলন করা, সকল স্তরে সচেতনতা বাড়ানো, আত্মরক্ষার কৌশল শেখানো ও মিডিয়ার দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (ডুফা) সভাপতি এ কে এম এনায়েত হোসেন পল্লবের সভাপতিত্বে সেমিনারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নারীনেত্রী খুশি কবির, জেন্ডার স্টাডিজের চেয়ারম্যান ড. সানজিদা আক্তার নীরা, ডুফার সাধারণ সম্পাদক ড. সৈয়দ নেয়ামুল, মোনালিসা খান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রকাশ :জুলাই ২৮, ২০১৮ ৪:৩৯ অপরাহ্ণ