১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

জাবির আবাসিক হল খুলবে ৮ জুন

 নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল আবাসিক হল আগামী ৮ জুন খুলছে।

শনিবার দুপুরে জরুরি সিন্ডিকেটের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮ জুন হল খুললেও ক্লাস পরীক্ষা শুরু হবে ৯ জুলাই। এ ছাড়া অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, ৮ জুনের মধ্যে স্পিড ব্রেকার ও ফুট ওভারব্রিজ নির্মাণ এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ সংক্রান্ত শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়া। ছাত্রদের মামলা প্রত্যাহারের বিষয়ে আইন উপদেষ্টার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিহত দুইজনের পরিবার থেকে একজন করে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে।

এ ছাড়া বিশমাইল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে সিসি ক্যামেরা বসানো হবে। ক্যাম্পাস খুললে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে।

এর আগে গত ২৬ মে জাবির দুই শিক্ষার্থী নিহতের জেরে শিক্ষার্থীদের আন্দোলন ও ভিসির বাড়ি ভাঙচুরের প্রেক্ষাপটে ২৮ মে সকাল ১০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‍

দৈনিক দেশজনতা/এন আর

 

 

প্রকাশ :জুন ৩, ২০১৭ ৮:১৫ অপরাহ্ণ