১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

‘বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র চালু হতে সময় লাগবে মাসখানেক’

নিজস্ব প্রতিবেদক:

বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু হতে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেছেন, ‘কয়লার উত্তোলনের ফেজ পরিবর্তনের কারণে সংকট তৈরি হয়ছে।’
আজ শনিবার বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এসব কথা বলেন।

তদন্ত প্রতিবেদন সম্পর্কে ড.তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে অবগত। তার নির্দেশে তদন্ত হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রকাশ :জুলাই ২৮, ২০১৮ ১:৫৭ অপরাহ্ণ