নিজস্ব প্রতিবেদক:
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা ও চিকিৎসার মান নিয়ে সাধারণ জনমনে প্রশ্ন রয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলীতে ২৬০ শয্যাবিশিষ্ট সম্প্রসারিত ‘বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল শুধু শয্যাসংখ্যাই নয়, মানের দিকে এগিয়ে যাবে এবং চিকিৎসাসেবায় একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে বলে আশা করি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ কবির। আরও বক্তব্য দেন বর্ধিত (সম্প্রসারিত) ভবন উদ্বোধন অনুষ্ঠানের আহ্বায়ক ডা. কাজী নওশাদুন নবী এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন হাসপাতালটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী।
আসাদুজ্জামান নূর বলেন, দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা উন্নত দেশের স্বপ্ন দেখতে পারছি। শুধু চিকিৎসাক্ষেত্রে নয়, আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকসহ সর্বস্তরে আমরা অগ্রগতি অর্জন করেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, তা সম্ভব হয়েছে কেবল বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই। আর এ স্বপ্নের মূল কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।