নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনীতিতে ওয়ার্কিং আন্ডার স্ট্যান্ডিংয়ের (সম্পর্ক) জন্য বিএনপি’র নেতাদের সঙ্গে ফোনে কথা হতে পারে।
শুক্রবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান রোডে মেট্রোরেলের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার বাকি আর মাত্র পৌনে তিন মাস। এর মধ্যেই আনুষ্ঠানিক সংলাপের কোনও প্রয়োজন নেই। সব কিছুই কি আনুষ্ঠানিক হতে হবে। চোখে দেখা দেখি না হোক। টেলিফোনে তো অনানুষ্ঠানিক কথাবার্তা হতে পারে। এতে করে নিজেদের দূরত্ব কমে যায়। টেলিফোনে কথা বললে সমস্যা কোথায়।’
বিএনপির সঙ্গে আলোচনায় বসার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য এসেছে সে বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি সংলাপের কথা বলিনি। আমি বলেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কখনও আমায় টেলিফোন করেন না।’
জোট সম্প্রসারিত হবে কি না-জানতে চাইলে কাদের বলেন, ‘এটা মেরুকরণের বিষয়। নির্বাচন আসলে পোলারাইজেশন হবে। দেশে অ্যালাইন্স পলিটিক্স তো আছে। অনেকে জোটে আসতে চাইছে। একারণে তা বাড়তেও পারে। অনেকে আবার আলাদা জোট গঠন করছে। শেষপর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখা যাবে।’