১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫
জিয়া শিশু একাডেমী আয়োজিত শিশু-কিশোরদের এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘চারদিকে অন্ধকার’ দেখছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বর্তমান সময়কে ‘অন্ধকার সময়’ বলে অভিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের চারদিকে কেন জানি একটা অস্বস্তিকর, অন্ধকার পরিবেশ। দেশে খবরের কাগজের পাতা যখন উল্টাই তখন দেখি, এখানে আমাদের শিশুদের ওপর নির্যাতন চলছে, আমাদের মায়েরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের ভাইয়েরা নির্যাতন-নিপীড়নের মুখে পড়ছে। তখন সত্যিকার অর্থেই আমরা ব্যথিত হই, বিপর্যস্ত হই। কখনো কখনো মনে হয়, আসলে চারদিকে কি অন্ধকার! আলো কি নেই? অবশ্যই আলো আছে। আর এই আলোর সন্ধানেই আমরা এবং শিশুরা যাব।’

বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিশু-কিশোরদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়ে জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি’র পুরস্কার বিতরণে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘জিয়া শিশু একাডেমী’ নামের একটি সংগঠন।

দেশের নারী-শিশু থেকে সাধারণ মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘জিয়া শিশু একাডেমী আজকে আমাকে একটি ভিন্ন জগতে নিয়ে এসেছে। যদিও এই জগতটি আমার শৈশব, কৈশোর ও যৌবনের। আমি এই জগতেরই একজন মানুষ ছিলাম। এখানে এসে মনে হয়েছে, আমি সেই ভিন্ন জগতে উপস্থিত হয়েছি।’

তিনি বলেন, ‘আজকে এখানে শিশুরা যে পারফর্মেন্স করেছে তা দেখে আমি অভিভূত হয়েছি। জিয়া শিশু একাডেমী দীর্ঘকাল ধরে কাজ করছে। উদীয়মান শিশুদের খুঁজে বের করে সাংস্কৃতিক অঙ্গনে যাতে তারা ভালো করতে পারে সেই চেষ্টা করছে।’

শিশুদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘তোমরা উড়ে যাও, পাখা বন্ধ করো না। একদিন না একদিন তোমরা তীরে পৌঁছাবেই। নিশ্চয় আমরা হাস্যোজ্জ্বল শিশুদের দেখতে পাব। একটা ভালো বাংলাদেশ দেখতে পাব।’

সংগঠনের পরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম, জিনাত ফারহানা, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, সোহানুর রহমান সোহান, অভিনেত্রী চাঁদনী, ইভান শাহরিয়ার শোভা প্রমুখ।

প্রকাশ :জুলাই ২৬, ২০১৮ ৫:২৭ অপরাহ্ণ