২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন

মাদক নির্মূলে সরকারকে মিশরীয় রাষ্ট্রদূতের প্রশংসা

নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নির্মূলে পরিচালিত অভিযানসহ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন।

প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রসংশা করেন।

পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে জানান, রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাস সারা বিশ্বের অভিন্ন সমস্যা।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশে পরিচালিত সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের প্রশংসা করেন বলেও জানান তিনি।

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট একটা বিরাট সমস্যা।

বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে বিনিয়োগ এবং বাংলাদেশে ক্যাবল কারখানা স্থাপনে মিশরের বিনিয়োগকারীরা আগ্রহী বলে জানান ওয়ালিদ শামসেলদিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও মিশরের সুসম্পর্কের কথা উল্লেখ বলেন, মিশর ও বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।

১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিশর সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মিশরের সঙ্গে সম্পর্কের ভিত্তি স্থাপন করেন।

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তবে আমরা চাই তারা ফিরে যাক।

শেখ হাসিনা বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কথা মুখে বলে কিন্তু বাস্তবে চুক্তি অনুযায়ী কাজ করছে না।

সাক্ষাতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নজিবুর রহমান।

প্রকাশ :জুলাই ২৬, ২০১৮ ৪:২৮ অপরাহ্ণ