১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৭
সংগৃহীত ছবি

খুমেক হাসপাতালে ১৬ দালালকে কারাদণ্ড

খুলনা প্রতিবেদক:

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১৬ দালালকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুইজন প্রথমবার এই অপরাধ করায় তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম এই রায় দেন। দালালরা সরকারি হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে বিভিন্ন প্যাথলজি ও ক্লিনিকে চিকিৎসার নামে অর্থ আদায় করতো।

এর আগে, সকালে হাসপাতালে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর সদস্যরা দালালদের গ্রেফতার করে। গ্রেফতাররা হচ্ছেন-মরিয়ম বেগম (৩৫), হাজেরা বেগম (২৬), বিলকিস বেগম (৩৫), রুবি বেগম (৫০), জেসমিন (৩২), পারুল বেগম (৩০), মফিজুর রহমান (৩৮), শওকত হোসেন (২৭), কামেলা বেগম (৩০), রহিমা খাতুন (২৫), ডলি (৩০), বিউটি (৩০), জেসমিন (২৫), মঞ্জিলা (৪৫), সাবিনা (৫০), বিউটি (২৬)।

এর মধ্যে হাজেরা বেগম ও সাবিনাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গত তিনদিন ধরে হাসপাতালে এইসব দালালদের ওপর নজরদারি করা হয়েছে। এরা সকলে বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজির সাথে জড়িত। সরকারি হাসপাতালে আসা রোগীদের ভাগিয়ে নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ আদায় করতো।

প্রকাশ :জুলাই ২৬, ২০১৮ ৩:৪৯ অপরাহ্ণ