বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় বাস ও মাহেন্দ্র (থ্রি-হুইলার) সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি কুরমান গাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আমতলী থানার ওসি তদন্ত নূরুল ইসলাম বাদল জানান, মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে তালতলী যাচ্ছিল পথে। অন্যদিক যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে বরিশাল যাচ্ছিল। পথে ওই এলাকায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের ছয় যাত্রী নিহত হন এবং আহত হন চারজন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও স্কুলশিক্ষক রয়েছেন বলে জানান ওসি।