আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় দক্ষিণাঞ্চলীয় সোয়েইদা প্রদেশে আত্মঘাতি সিরিজ হামলায় ৫০ জন নিহত হয়েছে। বুধবারের এ হামলার জন্য ইসলামিক স্টেটকে দায়ী করেছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। এপি, আল জাজিরা।
সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ছবিতে দেখা যায়, একটি সবজি মার্কেটসহ প্রদেশের রাজধানী শহরের বিভিন্ন স্থানে আত্মঘাতি বোমা হামলা চালাচ্ছে জঙ্গীরা।
গেল কয়েক মাসের মধ্যে সিরিয়ায় এটিই সবচেয়ে প্রাণঘাতি হামলা। সিরিয়া যুদ্ধে আইএস পরাজিত হয়েছে। তবে বিভিন্ন ছোট ছোট এলাকায় এখনও তারা শক্তিশালী।
এ হামলাকে বিলুপ্তপ্রায় আইএসের মরণ কামড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
দীর্ঘদিন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকার পর চলতি বছরের জুনে ব্যাপক আক্রমণের মাধ্যমে গোলান মালভূমির আশপাশে এসব এলাকার পুননিয়ন্ত্রণ নিয়েছিল আসাদ বাহিনী।